Facebook Live " Career Adda " with BCS Cadre


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে Live!!! Career@Engineering আড্ডা!!!!

দেশের ইঞ্জিনিয়ারদের জন্য সহযোগিতার একটি common প্ল্যাটফর্ম তৈরী করার লক্ষ্য থেকেই Career@Engineering এর সৃষ্টি । এ উদ্দেশ্যকে সামনে রেখে Career@Engineering গত ১ বছর যাবৎ কাজ করে যাচ্ছে । আগামী ১৭.০৩.২০১৭ তারিখ Career@Engineering গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী । প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বলার শুরুতেই আপনাদের অর্থাৎ গ্রুপের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা । গত ১ বছর আপনাদের নিরবছিন্ন অনুপ্রেরণা আর সহযোগিতাই আমাদেরকে সাহস যুগিয়েছে Career@Engineering-কে নিয়ে সামনে এগিয়ে যাবার । এই পথচলায় অনেক সময় আমরা হয়ত সবাইকে ঠিকভাবে সহযোগিতা করতে পারি নাই, কারো চাওয়া অনুযায়ী সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারি নাই কিংবা আরও অনেক ভুল-ভ্রান্তি ছিল । তারপরও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছি এবং করতেও থাকব, ইনশা আল্লাহ্ । আর তাই আপনাদের সকলকে নিয়ে শত বন্ধুর পথ অতিক্রম করে Career@Engineering আজ ৪০ হাজারেরও অধিক মানুষের একটা বড় পরিবার হতে পেরেছে । আশা রাখি আমাদের এই বন্ধন সামনে আরও মজবুত হবে ।

Career@Engineering গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটি Live Conversation Program আয়োজনের উদ্যোগ নিয়েছি । উক্ত প্রোগ্রামে Faisal Hossain, 34th BCS Cadre, Bangladesh Ansar, Government of People’s Republic Bangladesh এবং আমি মোহাম্মদ শাকিল খান, Assistant Director, Power Cell, Ministry of Power, Energy & Mineral Resources আপনাদের সামনে হাজির হব, আর সাথে Career@Engineering-এর সকল এডমিন এবং মডারেটর ভাইবোনেরা তো online থাকবেই !! Live –এ আমরা আপনাদের সাথে Career সংক্রান্ত বিষয়ে সরাসরি আড্ডা দিব । আমাদের চেষ্টা থাকবে Career নিয়ে আপনাদের জিজ্ঞাসার ব্যাপারে সরাসরি পরামর্শ দেওয়ার !!! ভালো Career buildup করার ব্যাপারে যাবতীয় দিক-নির্দেশনা দেয়ার । অনেক সময় আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে যা হয়ত সরাসরি কথা বলতে না পারলে জানানো যায় না বা জানতে পারা যায় না । আমরা চাই আপনাদের সেই Query গুলোর জবাব দিতে । Live –এ আমরা ইঞ্জিনিয়ারিং, বিসিএস, সরকারি চাকরীসহ সবধরণের ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব । আপনার Career-কে কিভাবে develop করতে পারেন, আপনার বর্তমান পরিস্থিতি কি, কিভাবে পরিস্থিতি সামলে Career-কে একটা ভালো drive-দেয়া যায় এই ধরণের counseling জাতীয় আলোচনা করাই আমাদের উদ্দেশ্য । আজ আর কিছু বলতে চাচ্ছি না । আশা রাখি Live –এ যোগ দিয়ে আপনারাই আমাদেরকে বলবেন । আগামী ১৭.০৩.২০১৭ তারিখ রাত ৮:০০টার সময়ে যোগ দিবেন আমাদের সাথে Career নিয়ে সরাসরি আড্ডায় !!!

Live!!! Career@Engineering Group: https://www.facebook.com/careereng/

আড্ডার প্রোগ্রাম শিডিউলঃ
তারিখঃ ১৭.০৩.২০১৭ তারিখ, শুক্রবার
সময়ঃ রাত ৮:০০টা

Comments