PGCB-এর Exam-এর শেষ সময়ের প্রস্তুতি


Power Grid Company of Bangladesh (PGCB)-এর সহকারী প্রকৌশলী (৮ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সময় খুব বেশি দিন বাকী নেই । ৩১ মার্চ, ২০১৭ তারিখ Exam হলে, বাকী আছে আর মাত্র ১২ দিন । ১২ দিনের শেষ খেলাটা খেলে দিন আর শেষ হাসিটা আপনিই হাসুন । But তাঁর জন্য সুকৌশলী হতে হবে । কিভাবে অল্প সময়ে, একটা ভালো Preparation নেয়া যায় । আমরা যারা Exam দিব, তারা জানি যে Question আসবে ৪টা section থেকে । 1) Analytical Ability (20 Marks), 2) Departmental (40 Marks) 3) General Knowledge (20 Marks) 4) Bangla, English & Basic Electrical (20 Marks) ।এখন কথা হলো পড়ব কিভাবে ??

1. যেহেতু Exam হবে MIST তে, সেহেতু এই পর্যন্ত MIST -তে যত company -এর Exam হয়েছে এবং PGCB-এর Previous Year-এর Question, সেগুলো Collect করুন এবং Solve করুন (Departmental & Non-Departmental both) । সময়ঃ ১ দিন

2. একটা Power Plant -এ কি কি element use হয়, তার Basic জানতে হবে (Example: Transformer, Boiler & others) । Power System Protection, Transmission & Distribution -এর most common math গুলো করে যান । এছাড়া, অন্যান্য Recruitment Exam-গুলোতে আসা Power related Question গুলো collect & solve করুন । আমি কিছু Link দিলামঃ১। https://www.recruitment.guru/previous-papers/pgcil-previous-papers/#Power_Grid_Corporation_Of_India_Trainee_Sample_Papers ২। https://www.current-affairs.org/2248/pgcil-previous-year-question-papers-pdf-with-answers এখানে Power Grid Company of India Limited (PGCIL) Company-এর Previous Question দেয়া আছে । পারলে আর Question Collect এবং Solve করুন । সময়ঃ ৩ দিন

3. Analytical Ability-এর জন্য MBA(IBA), MBA(DU), MBA(BIBM), MBA(IBA, JU) -এর ২০১২ থেকে ২০১৬ এর Exam গুলোতে আসা analytical ability গুলো বুঝে বুঝে solve করুন । সময় পেলে Saifurs -এর Analytical Ability বই থেকে বিভিন্ন Recruitment Exam-এ আসা analytical ability গুলো দেখে নিতে পারেন । সময়ঃ ২ দিন

4. General Knowledge -এর জন্য নীলক্ষেত থেকে গত ৩ মাসের Current Affairs কিনে শুধু General Knowledge Part টুকু পড়েন । সময় পেলে Professors Job Solution বই থেকে বিভিন্ন Exam-এ আসা General Knowledge-এর Question গুলো দেখে যান । সব দেখতে পারবেন না জানি । যতটুকু পারেন পড়ে যান । সময়ঃ ১ দিন

5. Professors Job Solution বই থেকে Non-Cadre Recruitment লিখিত পরীক্ষায় আসা Bangla এবং English section টা দেখুন । সময়ঃ ১ দিন

6. Basic Electrical -এর জন্য বিগত ৬ BCS-এর Science Question solve (Electrical Related) করুন । আর Professors Job Solution বই থেকে বিভিন্ন Exam -এর Science Part টুকু দেখতে পারেন । সময়ঃ ১ দিন

আমি উপরিউক্ত ৬ টি Point কয় দিনে পড়বেন, তার সময় পাশে দিয়ে দিয়েছি । এই ৬ টা Point শেষ করতে সময় লাগবে ৯ দিন । তারপরের ২ দিন, এই ৯ দিনে যা পড়েছেন তা Revise দিবেন । আর বাকী থাকে ১ দিন । That means Exam-এর আগের দিন । Exam -এর আগের দিন Cool থাকার চেষ্টা করুন । আর Revise দেয়ার পরও যে জিনিস গুলো, আপনার Problem হচ্ছে, তা বার বার দেখুন।

সবার জন্য শুভ কামনা রইল । Be Confident. Do your work from your heart.



Md. Faisal Hossain
34th BCS Cadre
FB: https://web.facebook.com/fai.hossain

Comments

Post a Comment