বাংলাদেশের বৃহতর Engineering Facebook Group

অনেক সময়ে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জব এর সার্কুলার গুলো সঠিকভাবে পাই না কিংবা ওই জবটির জন্য কিভাবে প্রস্তুতি নিব তা বুঝে উঠতে পারি না । এ কারণে সেই জবের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও জবটি সম্পর্কে না জানার কারণে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারি না, যার ফলে আমরা সফল হই না । এমন পরিস্থিতিতে আমরা নিতান্তই অসহায়ত্ববোধ করি । মিস করি কারো সহায়তার হাত, অভিজ্ঞ কারো সঠিক পরামর্শের । বিশেষ করে যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা বুঝে উঠতে পারেন না কিভাবে চার বছরের ইঞ্জিনিয়ারিং সিলেবাসকে আয়ত্ব করে জব পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করবেন । জব সেক্টরের পরীক্ষাগুলো তাদের কাছে এক কঠিন ধাঁধায় পরিণত হয় । ফলশ্রুতিতে তারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করেন । যে ইঞ্জিনিয়ারিং পড়া তার আজীবন লালিত স্বপ্ন ছিল তা তার জন্য অভিশাপ হয়ে দাড়ায় । অথচ সঠিকভাবে এবং নির্দিষ্ট গাইডলাইন ধরে প্রস্তুতি নিলে যে কেউই দেশের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন, পেতে পারেন সামাজিক এবং পেশাগত প্রতিষ্ঠা আর সম্মান । আমাদের এই গ্রুপটি হল এমন একটি জায়গা যেখানে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জব এর সার্কুলার গুলো এবং সুনির্দিষ্ট জবভিত্তিক প্রস্তুতির গাইডলাইন সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা দেয়া হয় । যা আপনাকে স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে । এক্ষেত্রে যারা একসময় এধরণের পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞ এবং সফল্য সে রকম ব্যক্তিরা- যারা আজকে দেশের বিভিন্ন শীর্ষ সরকারি ও স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে সাফল্যের সাথে প্রতিষ্ঠিত, তারা সঠিক পরামর্শ ও সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ।
বিঃ দ্রঃ কোন ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে নয়, বরং সহযোগিতার উদ্দেশ্য নিয়েই গ্রুপটি পরিচালনা করা হয় ।

Comments