প্রসঙ্গ: BPBD-র Assistant Engineer (EEE) ভাইভা পরীক্ষার প্রস্তুতি




বাংলাদেশের পাওয়ার সেক্টরে চাকরী করার ক্ষেত্রে Bangladesh Power Development Board (BPBD) উল্লেখযোগ্যভাবেই একটি অসাধারণ সুযোগ। আমাদের দেশের পাওয়ার সেক্টরের নাড়ী বলা যায় BPBD-কে। কেননা Power  সেক্টরের planning, development, Generation, Distribution management সহ প্রায় সকল ক্ষেত্রেই BPBD একটা বিশাল ভূমিকা রাখে। তাই BPBD-তে কাজ করার ইচ্ছা পাওয়ার সেক্টরে কাজ করতে আগ্রহী সকলেরই। অদ্য যারা BPBD-তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা BPBD-তে চাকরী করার স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এখন দরকার final lap টা পাড়ি দেয়ার। অর্থাৎ ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার!!

অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন BPBD-র ভাইভার প্রস্তুতি হিসেবে কোন কোন বিষয়গুলি study করা যেতে পারে। এখানে আমি প্রথমে ভাইভার প্রস্তুতি হিসেবে কিছু topic উল্লেখ করলাম। আপনারা এই বিষয়গুলি দেখে যেতে পারেন। আশাকরি আপনাদের উপকার হবে। এরসাথে আপনাদের ধারণার জন্য
BPBD-র বিগত ভাইভার কিছু প্রশ্ন দিলাম।
 
BPBD-র Assistant Engineer (EEE) ভাইভার জন্য সম্ভাব্য topic:
  • Basic of Transformer (Single Phase, 3-Phase), Generator (AC & DC), Motor (AC & DC, Synchronous, Induction)
  • Transmission System (DC & AC transmission, Corona effect, Sag) etc.
  • Distribution System (Single line diagram), pf Improvement, Substation etc.   
  • Gas, Steam, Combined Cycle, Hydro type power plant.
  • Fault of Power System
  • Renewable Energy based system (Solar Home System, mini-grid etc.)
  • Switchgear & Protection System etc.

General Knowledge:
·         A) Departmental
·       

·
  • Vision 2021 for Power Sector: Generating 24,000MW of electricity out of which 10% from Renewable Energy
  • Hydro Power Plant of BPDB
  • Number of Power Plants: 105 (To get latest information download the 'summary' of most present date from here (Information Link)
  • Name of Generation entity: BPDB, APSCL, EGCB, NWPGCL, RPCL, Different IPPs
  • Name of Transmission entity: PGCB
  • Name of Distribution Utilities: BPDB, BREB, DPDC, DESCO, WZPDCL, NWPDCL.
  • Power Import: 600MW from India
     
  • Generation, Transmission & Distribution Voltage of Bangladesh
     
  • Fuel-wise Power Generation of Bangladesh (Information Link)
     
  • Minister, Advisor & State Minister of Power Divison: Hon'ble Prime Minister Sheikh Hasina, Dr. Taufique-e-Elahi Chowdhury & Mr. Nasrul Hamid MP


·     B) Non-departmental:
  • Independence Day, Bangabandhu Sheikh Mujibur Rahman, Sports etc.


    C) Study Resources:

  • Departmental Book (BL Theraja, VK Mehta etc.)
  • General Knowledge Book (Specially Electricity Part)

এই মুহূর্তে যা মনে আসল দিলাম, এই অংশটা সময়ে সময়ে update করতে থাকব, ইনশা আল্লাহ্‌।


এর সাথে আপনাদের ধারণার জন্য
BPBD-র বিগত ভাইভার সামান্য কয়েকটা প্রশ্ন দিলাম।


Viva Questions & answer (Probably 2012):


Q1: Faults in power system
Ans: Symmetrical & Unsymmetrical faults connection diagram.
Q2: Protections of Transformer & Alternator.
Ans: Txr-Differential protection, Buchholz relay, Earth fault etc. with connection diagram Alt- Sensitive earth fault, Stator & rotor winding fault protection, stator reverse power Protection, over& under voltage & frequency protection, Over load protection.
Q3: What is sequence components & network?
Ans: Positive, negative & Zero sequence.
Q4:What is subsequent fault?
Ans: If one fault occurs by other fault which is already occurred.
Q5: What is unit Protection.


লেখকঃ

ইঞ্জিঃ মোহাম্মদ শাকিল খান
সহকারী পরিচালক (রিনিউয়েবল এনার্জি এন্ড এনার্জি ইফিসিয়েন্সি)
পাওয়ার সেল
বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Comments

Post a Comment