Electrical Supervisor Licence (ABC) -আদ্যপান্ত


  • প্রথমেই আসি ABC Licence কি ?

- এটি মূলত Electrical Supervisor Licence । একজন Diploma or B.Sc Engineer চাইলে এই Licence-এর মালিক হতে পারেন । সাধারণত Diploma Engineer-দের ৫ থেকে ১০ বছরের চাকরির Experience লাগে । আর B.Sc -দের মোটামুটি ২ বছরের Experience হলেই হয় । এই Licence থাকলে আপনি Electrical Engineer রা Electrical -এর যেকোন range-এর কাজ করতে পারবেন । Same as অন্যান্য Department-এর Engineer রাও কাজ করতে পারবেন । একথায় আপনি Supervisor-এর যেকোন কাজ করতে পারবেন ।
Licence Category:
i) A: High Range (440 Voltage থেকে যেকোন high voltage কাজ)
ii) B: Medium Range (220 to 440 voltage কাজ)
iii) C: Low Range (Up to 220 Voltage)
-- আপনি চাইলে আলাদা আলাদা apply করতে পারেন । আবার সব একসাথে apply করতে পারেন ।

  • এই Licence থাকলে benefit কি ?

- আপনি চাইলে, যেকোন ঠিকাদারী Business করতে পারবেন (Electrical, Mechanical, Civil, Chemicals) । তাছাড়া নিজে ঠিকাদারী Business করতে না পারলেও আপনি licence ভাড়া দিতে পারবেন ।

  • ABC Licence কিভাবে পাব ?

বৈদ্যুতিক কারিগরীসুপারভাইজার সনদ  ঠিকাদারী লাইসেন্স ইস্যু দপ্তর (website address: http://www.eacei.gov.bd/), এই Licence প্রদান করে থাকে । বছরে দু'বার Circular হয় । এই website address-এ গেলে আপনি details information পাবেন । 
  • কারা Apply করতে পারবেন ?

  • আবেদন Form:

( http://www.eacei.gov.bd/images/stories/s_c_form.pdf )
  • কোন Exam দিতে হয় ?
- Licence পেতে হলে, আপনাকে Viva Exam দিতে হবে । আপনি apply করার ২-৩ মাসের মধ্যে, আপনার ঠিকানায় Viva Admit Card চলে আসবে । নির্দিষ্ট তারিখে, বৈদ্যুতিক কারিগরীসুপারভাইজার সনদ  ঠিকাদারী লাইসেন্স ইস্যু দপ্তরে আপনার Viva Exam অনুষ্ঠিত হবে । ঐদিন বা পরের দিন সকালের মধ্যে ওদের office বা wesite-এ result publish করে দেই । আপনি কোন Category-এর Licence পেয়েছেন, তা আপনার নামের পাশে দেয়া থাকবে ।
  • Application Fee কত ?
- Application Form-এ details দেয়া আছে । 
Exam-এর জন্য কি কি পড়তে হবে ?
- নিম্নে আমি একটা List দিয়ে দিলাম । চাইলে আপনি Follow করতে পারেন ।
  1. Electrical House Wiring
  2. Motor
  3. Sub Station
  4. Switch Gear
  5. Circuit Breaker
  6. Earth Tester
  7. Generator
  8. Transformar
  9. Transmission & Distribution -এর Basic Question
  10. Relay
  11. Power Factor Meter
  12. Safety Devices
  13. Electrical Line -এ use হয়, এমন instruments (Megar Meter, Power Factor Meter, Clip-on Meter etc)
  14. Bangladesh-এর Current Power সম্পর্কে জানতে হবে।
** আপনার আরো কোন Question থাকলে, Career @ Engineering Group -এ comment করুন । খুব শীঘ্রই Career @ Engineering, ABC Licence নিয়ে একটি Program করতে পারে ।

Group: Join Here (Career @ Engineering)

Comments

  1. আমি লাইসেন্স করতে চাই একটু হেল্প করবেন কি?

    ReplyDelete
  2. Next exam er jonno koto din por aplly korte parbo?? and from ta kothai pabo ?

    ReplyDelete
  3. আমি ফরম পাবো কিভাবে

    ReplyDelete
  4. আমি ফরম পাবো কিভাবে

    ReplyDelete
  5. abc koto take trajare chalan dobo

    ReplyDelete
  6. Application date koba aktu bolbn

    ReplyDelete
  7. Exam date ta janina aktu janaben please

    ReplyDelete
  8. সুপারভাইজার পরিক্ষার জন্ন
    আবেদনের শেষ তারিখ কবে

    ReplyDelete
  9. kothay application korte hobe...r kokhon kora jabe... ektu bolben plzz

    ReplyDelete
  10. I Don't have any Diploma & Bsc certificate. But I Have more than 15 years Experienc. So I can Apply ? Electrical Supervisor Licences.

    ReplyDelete
  11. how i can get a grade license.................................

    ReplyDelete
  12. ami exam pass korechi license paite somoy lagbe kinto amr akta license copy darkar kivabe pabo akto balben

    ReplyDelete
  13. আমি লাইসেন্স করতে চাই একটু হেল্প করবেন কি?

    ReplyDelete
  14. B,C licence xam amar any suggetion pls.

    ReplyDelete
  15. সারটিফিকেট চেক কি ভাবে করবো

    ReplyDelete
    Replies
    1. সারটিফিকেট চেক kora na

      Delete
  16. November er licence exam roll er pdf ta ki vay mail kortà paran . onak healp hoito

    ReplyDelete
  17. 2017 সালের রেজাল্ট কিভাবে সংগ্রহ করতে পারি ,দয়াকরে জানাবেন,,,,,,

    ReplyDelete

Post a Comment